ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

পাবনার চাটমোহরে অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে ছাই

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৭, ৩১ আগস্ট ২০২৪

পাবনার চাটমোহরে অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে ছাই

ছবি : মেসেঞ্জার

পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার ছাইকোলা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দোকান মালিকরা দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ছাইকোলা বাজারের রিয়াজ উদ্দীন মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে যান। আনুমানিক রাত ১০টার দিকে হটাৎ করেই ওই মার্কেটে আগুন লাগে। মূহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে একে একে ১১টি দোকান দোকানের মালামাল পুড়ে ভষ্মিভূত হয়।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিক থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

মেসেঞ্জার/পবিত্র/আপেল