ছবি : মেসেঞ্জার
শ্রীমঙ্গলে রাইজিং ফর রাইটস প্রজেক্টের আওতায় নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় শ্রীমঙ্গল শহরতলীর কালীঘাট রোড মাঠে ম্যাক বাংলাদেশের আয়োজনে এবং ফানসা বিডি ও এসকে ফাউণ্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওই এলাকার ৯৫ জন নারী অংশগ্রহন করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ।
মতবিনিময় সভায় উপস্থিত নারীদের পক্ষ থেকে বেশ কয়েকজন নারী পানি ও স্যানিটেশন বিষয়ে তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।
পরে মতবিনিময় সভায় শ্রীমঙ্গল পৌরসভার নারী কাউন্সিলর তানিয়া আক্তার সমাপনী বক্তব্য রাখেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আরমান খান, কিশোরী ক্লাবের সভাপতি সুচিত্রা দেব প্রমুখ।
মেসেঞ্জার/কাজল/আজিজ