ছবিঃ মেসেঞ্জার
মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম)।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর), পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্যে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম) বলেন, পুলিশকে আবারও জনগনের কাছে নিয়ে যেতে তাদের চেষ্টা অব্যাহত থাকবে। তাছাড়া তিনি মৌলভীবাজার জেলায় সন্ত্রাস,মাদক, চাঁদাবাজি ও যানজটসহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরু করবেন বলে সাংবাদিকদের আস্বস্থ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।
মেসেঞ্জার/মিলাদ/সৌরভ