ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে চাটমোহর উপজেলা বিএনপি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৭, ১১ সেপ্টেম্বর ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে চাটমোহর উপজেলা বিএনপি

ছবি : মেসেঞ্জার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনী, কুমিল্লাসহ দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে আর্থিক অনুদানের টাকা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়েছে চাটমোহর উপজেলা বিএনপি। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় বিএনপির প্রধান কার্যালয়ে ত্রাণ কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ.জেড.এম জাহিদ হোসেনের হাতে অনুদানের ১ লাখ ৭১ হাজার নগদ টাকা তুলে দেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ (বিএসপিপি) এর সদস্য জোটেব কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুয়েল রানাসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
 

মেসেঞ্জার/পবিত্র/আজিজ