ছবি : মেসেঞ্জার
জামালপুরে উন্নত প্রযুক্তিনিভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই চাষী প্রশিক্ষণ কর্মসুচির আয়োজন করে পাট অধিদপ্তর।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকির সভাপতিত্বে প্রশিক্ষণে পাট অধিদপ্তরের উপ-পরিচালক (পরীক্ষণ) সৈয়দ ফারুক আহম্মদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর তালুকদার, জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা মো: আব্দুল হামিদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাবেয়া আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়তে পাট চাষের কোন বিকল্প নেই। খুবই লাভজনক এই ফসল চাষাবাদে সরকার কৃষকদের বিভিন্ন সহযোগীতা করে আসছে। সরকারি বরাদ্দের পাশাপাশি নিজ উদ্যোগে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে গুণগতমান সম্পন্ন পাট বীজ উৎপাদন করা সম্ভব সে ব্যাপারে কৃষকদের বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনে সহায়ক হিসেবে এই প্রশিক্ষণ কর্মসুচির আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে উন্নতমানের পাটবীজ উৎপাদন করে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি উন্নত জাতের পাট উৎপাদনের মাধ্যমে পাট ও পাট শিল্পের মানোন্নয়ন ঘটবে। প্রশিক্ষণে ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন। পরে চাষীদের মাঝে প্রত্যেককে বিনামূল্যে ২৫০ গ্রাম পাটবীজ, ৪ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি, ৮শ গ্রাম এমওপিসহ অন্যান্য সার ও কীটনাশক বিতরণ করা হয়।
মেসেঞ্জার/উজ্জ্বল/আজিজ