ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

চাটমোহরে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৯, ১২ সেপ্টেম্বর ২০২৪

চাটমোহরে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

পাবনার চাটমোহর উপজেলার বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচার, মাদ্রাসার সুপারসহ শিক্ষক-কর্মচারিদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১০টায় মাদ্রাসার সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য দেন, মাদ্রাসার সুপার মাওলানা মো. ওসমান গণি, ল্যাব এসিস্ট্যান্ট ফারুক ফারুক হোসেন, এলাকাবাসী ফজলুল হক, বেলাল হোসেন, মর্জিনা খাতুন, সপ্তম শ্রেণির শিক্ষার্থী আঁখি খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকার একটি সুবিধাবাদী মহল মাদ্রাসার সাবেক সভাপতি, সুপারসহ শিক্ষক-কর্মচারিদের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছে।

তারা মাদ্রাসায় এসে সুপারসহ অন্যদের মাদ্রাসায় আসতে নিষেধ করে হুমকি দেয় এবং লাঞ্ছিত করে। এরআগে তারা মাননববন্ধন করে। সুবিধাবাদী মহলকে রুখে দিতে মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা তৎপর রয়েছে।

মেসেঞ্জার/পবিত্র/তারেক