ছবিঃ মেসেঞ্জার
নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য আয়শা ফেরদাউস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের বলেন, আমরা অনুসন্ধান শুরু করেছি।
এদিকে দুদক সূত্র জানায়, দুদকের কাছে সাবেক সংসদ সদস্য আয়শা ফেরদাউসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাঁর সম্পদের মধ্যে রয়েছে হাতিয়া বাজারে বহুতল ভবন, ভূঁইয়ার হাট নামক স্থানে তিনতলা বাড়ি, পুশালী বাজারে চারতলা মার্কেট। তাঁর স্বামীর নামেও বিপুল পরিমাণ নগদ অর্থ, ব্যাংকে টাকা, গাড়ি, মৎস্য ব্যবসাসহ অনেক সম্পদ রয়েছেে
উল্লেক্ষ্য, তিনি হাতিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মোহাম্মদ আলী এমপির স্ত্রী।
মেসেঞ্জার/মামুন/সৌরভ