ঢাকা,  শুক্রবার
০৪ অক্টোবর ২০২৪

The Daily Messenger

রংপুরে ট্রাকে মিলল ৩৫ কেজি গাঁজা, গ্রেপ্তার দুই 

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৯:১০, ১৩ সেপ্টেম্বর ২০২৪

রংপুরে ট্রাকে মিলল ৩৫ কেজি গাঁজা, গ্রেপ্তার দুই 

ছবিঃ মেসেঞ্জার

রংপুরে মিঠাপুকুরে ধানভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ রংপুর।

র‍্যাব ১৩ রংপুরের সহকারী মিডিয়া পরিচালক সালমান নুর আলম জানান, শুক্রবার (১৩ সেপ্টেম্বর), রাতে রংপুর বগুড়া মহাসড়কের উপর একটি ট্রাকে তল্লাশী চালায়। সেখান থেকে সাড়ে ৩৫ কেজি গাঁজা ও ২৪০ বস্তা ধান  উদ্ধার করা হয়েছে।

এ সময় সিরাজগঞ্জের শাহজাদপুরের চর নবীপুর এলাকার  ইসমাইল প্রামানিকের পুত্র নুরুল হক এবং একই উপজেলার মোনাপাড়া এলাকার জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। 

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দীর্ঘদিন যাবত রংপুর বিভাগের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করার কথা স্বীকার করেছে।  

মেসেঞ্জার/মান্নান/সৌরভ

×
Nagad