ঢাকা,  মঙ্গলবার
১৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ঢাকার সিটি কাউন্সিলর গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ১৪ সেপ্টেম্বর ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ঢাকার সিটি কাউন্সিলর গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মুগদা এলাকায় ছাত্র জনতার উপর সরাসরি হামলার নেতৃত্ব দানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম বাট্রিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে মুগদা থানায় দুটি হত্যা মামলা রয়েছে।

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তি খবর পান যৌথ বাহিনীর একটি টিম মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের বিলাস বহুল প্যারাগন রিসোর্টে অভিযান চালায়। এসময় রিসোর্টের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে পুলিশ সুপার জানিয়েছেন, এই রিসোর্টে অবস্থান করে সিরাজুল ইসলাম মুলত সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ায় প্রস্তুতি নিচ্ছিলেন। উক্ত কাউন্সিলরের পরিবারের অন্য সদস্যরাও এসময় রিসোর্টটি অবস্থান করছিলেন। তিনি যে কক্ষ অবস্থান করছিলেন সেখানে অভিযান চালিয়ে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা জব্দ করা হয়। বর্তমানে উক্ত কাউন্সিলরকে শ্রীমঙ্গল থানা হেফাজতে রাখা হয়েছে।

মেসেঞ্জার/মিল্লাদ/তারেক