ছবি : মেসেঞ্জার
শ্রীমঙ্গলে প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে এই অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
অধিপরামর্শ সভায় বাংলাদেশের প্রবীন, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে সমাজকল্যাণ, শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নে অভিগম্যতার সক্ষমতা প্রকল্পের বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসুচী কর্মকর্তা লুটমন এডমন্ড পডুনা।
বক্তব্য রাখেন কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা, সাংবাদিক সালেহ এলাহী কুটি, শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক এসকে দাস সুমন। আইডিয়া প্রকল্পের ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার।
উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন প্রানেশ চন্দ্র, সমীর নায়েক, কান্ত সবর, পিয়ারা বেগম, লায়লা আক্তার প্রমুখ।
সভায় সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ক্লাব ও নারী প্রতিবন্ধী ফোরামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দসহ প্রতিবন্ধী নারী পুরুষরা উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/কাজল/আজিজ