ছবি : মেসেঞ্জার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লাল-সবুজের প্রকৃতির শোভা বর্ধনে স্থানীয় কবি-লেখক ও সাংবাদিকরা কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের এক কর্মসূচী গ্রহণ করেছে।
দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ব্যানারে এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর সাংবাদিক ও ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর কবি ও লেখকরা। এই কর্মসূচীর উদ্বোধন করা হয় রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায়।
ফুলবাড়ী উপজেলার শেষ প্রান্তরের ভারত সীমান্ত সংলগ্ন আনন্তপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মধ্য দিয়ে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কর্মসূচীর শুভ সূচনা করেন কবি-লেখক ও সাংবাদিকরা।
উদ্বোধনী কর্মসূচীতে উপস্থিত ছিলেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, ফ্রেন্ডস ফোরামের আহবায়ক চারণ কবি আজিজুল হাকীম মন্ডল, ফ্রেন্ডস ফোরামের যগ্ম আহবায়ক কবি ও লেখক সিরাজুল ইসলাম সীমান্ত, সদস্য সচিব, ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর সাংগঠনিক সম্পাদক কবি ও গল্পকার আব্দুল মান্নান আকন্দ।
আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর কোষাধ্যক্ষ, ফ্রেন্ডস ফোরাম সদস্য সাংবাদিক মাইদুল ইসলাম, ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর সাহিত্য সম্পাদক লেখক আদনান মানিক, সদস্য ও কিশোর কবি আবু আনাস।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্তপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলেপ উদ্দিন, সহকারী শিক্ষক ইলিয়াছ হোসেন, আব্দুর রহমান, আলমগীর হোসেন, লুৎফর রহমান, জায়দুল হক, জালাল উদ্দিন, আব্দুল মান্নান প্রমূখ।
উদ্বোধন কর্মসূচীর পর ওইদির দুপুরে ফুলবাড়ী সদরের উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষ্ণচূড়া চারা রোপণ কর্মসূচী পালন করেন কবি-লেখ ও সাংবাদিরা।
এতে অন্যান্যর মধ্যে উপস্থিত উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব সিরাজুল ইসলাম হিরু, সহকারী প্রধান শিক্ষক মানিক মিয়া, ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর সাধারন সম্পাদক সহকারী শিক্ষক অনিল চন্দ্র রায়সহ সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, আখেরুজ্জামান, আমানত আলী, বেলিউর রহমান, হাফিজুর রহমান প্রমূখ।
মেসেঞ্জার/আনন্দ/তারেক