ঢাকা,  শনিবার
০৯ নভেম্বর ২০২৪

The Daily Messenger

গোপালগঞ্জে বাসচাপায় ইজিবাইক চালক নিহত, আহত ৫

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৮:৩৪, ২০ সেপ্টেম্বর ২০২৪

গোপালগঞ্জে বাসচাপায় ইজিবাইক চালক নিহত, আহত ৫

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ সদরে বাসচাপায় আজিজুল মুন্সি ওরফে সোনা মিয়া (৬০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এতে ইজিবাইকে থাকা আরোহী ৫ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল মুন্সি গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলি ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমান জানান, একটি ইজিবাইক টেকেরহাটের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি লোকাল বাস ইজিবাইককে চাপা দেয়। ঘটনাস্থলে ইজিবাইকে চালকসক ৬ জন আহত হয়। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোনা মিয়া মারা যায়।

মেসেঞ্জার/আজিজ