ঢাকা,  শনিবার
০৯ নভেম্বর ২০২৪

The Daily Messenger

মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে : নুরুদ্দিন মোল্লা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২৪

মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে : নুরুদ্দিন মোল্লা

ছবি : ডেইলি মেসেঞ্জার

বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, 'আমাদের নেত্রীকে তিলে তিলে বন্দী করে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আজ খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ্য থাকার সুযোগ করে দিয়েছেন অন্যদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আল্লাহর মাইর দুনিয়ার বাইর!'

তিনি বলেন, 'মানুষ আজ কথা বলার স্বাধীনতা পেয়েছে। মানুষ আজ হাসিমুখে চলতে পারছে।'

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নে বিএনপি'র এক কর্মীসমাবেশে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লা এ কথা বলেন। 

এসময় তিনি বলেন, 'শিবচর হবে একে অন্যের পাশে থাকার প্রত্যয়। ব্যক্তিগত ও পারিবারিক কোন্দলে অযথা কেউ হামলা-মামলায় জড়াবেন না। অযথা কাউকে হয়রানি করবেন না।'

নুরুদ্দিন মোল্লা আরও বলেন,'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে। তার নেতৃত্বে এই দেশ দূর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত হবে। তারেক রহমান আমাদের নতুন বাংলাদেশ উপহার দিবেন। তারেক রহমানের নিদের্শ কাউকে হয়রানি করা যাবে না। আমরা সকলে ভাই ভাই। বিগত দিনে যা হয়েছে তার যেন পুনরাবৃত্তি না হয়।'

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ' শেখ হাসিনা পালিয়েছে তার কৃতকর্মের জন্য। শেখ হাসিনা আমাদের ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যার নিদের্শ দিয়েছে। দূর্নীতি করে দেশটাকে শেষ করে দিয়েছিলো। আজ দেশ সেই স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মানে সকলের ধৈর্য্য ধারণ করতে হবে।'

এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/সজিব