ঢাকা,  শনিবার
০৯ নভেম্বর ২০২৪

The Daily Messenger

মুন্সিগঞ্জে

নিখোঁজের ১৬ ঘন্টা পর পুকুর থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৫, ৪ অক্টোবর ২০২৪

নিখোঁজের ১৬ ঘন্টা পর পুকুর থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

ছবি: মেসেঞ্জার

মুন্সিগঞ্জের শ্রীনগরে পরিত্যাক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে, খবর দেয় পুলিশকে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে।

নিহত শাহজাহান শেখ (৫৫) উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে দাবি স্বজনদের।

এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। পরে রাতে পরিবারের লোকজন বিভিন্নভাবে খোঁজাখুঁজি করলেও কোন সন্ধান মিলেনি তার। 

পরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর নিহতের বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুর থেকে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন মুন্সি জানান, মরদেহ উদ্ধারের পর নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। এছাড়া নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরবর্তীতে নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

মেসেঞ্জার/শুভ/আজিজ