ঢাকা,  শনিবার
০৯ নভেম্বর ২০২৪

The Daily Messenger

আশুলিয়ায় ৭ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ, গ্রেপ্তার ১

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০০, ১০ অক্টোবর ২০২৪

আশুলিয়ায় ৭ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ, গ্রেপ্তার ১

ছবি: মেসেঞ্জার

ঢাকার আশুলিয়ায় ৭ বছরের এক শিশুকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আব্দুল হাই (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার আসামিকে প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে, বুধবার (৮ অক্টোবর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার নিজ ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

গ্রেপ্তার আব্দুল হাই নীলফামারী জেলার ডিমলা থানার সালহাটি এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকুরী করেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন আব্দুল হাই। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বাড়ি ফাঁকা থাকায় পাশের ফ্ল্যাটের ৭ বছরের শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আব্দুল হাই। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশের কেউ দেখে ফেলেছে কিনা ধর্ষক জানালা দিয়ে তা দেখতে যান। সেসময় শিশুটি দৌড়ে তাদের ফ্ল্যাটে চলে যায়। পরে শিশুটি প্রথমে পাশের বাসার একটি মেয়েকে এবং পরে তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়।

মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে শিশুটির মা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ধর্ষক আব্দুল হাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শিশুটিকে মেডিকেল টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। এছাড়াও এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হাইকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/নোমান/আজিজ