ঢাকা,  রোববার
০১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

তিতাসের মজিদপুর ইউনিয়নের দুটি পূজামন্ডব পরিদর্শন

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৮, ১১ অক্টোবর ২০২৪

তিতাসের মজিদপুর ইউনিয়নের দুটি পূজামন্ডব পরিদর্শন

ছবি : মেসেঞ্জার

কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের সাহাবৃদ্ধি ও কাকিয়াখালীতে দুটি পূজামন্ডব পরিদর্শন করেন উপজেলা ও মজিদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা ড.খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেনের নির্দেশনায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহাবৃদ্ধি কালীমন্দির ও কাকিয়াখালী রাধামাধব মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপন 'উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডব পরিদর্শন করেন তিতাস উপজেলা ও মজিদপুর ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

মজিদপুর ইউনিয়নের দুটি পূজামন্ডব পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.আক্তার ব্যাপারী।

মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আবুল কাসেম ভূইয়া বাবুলের সভাপতিত্বে এবং মজিদপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মো. শেখ ফরিদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো.নাছির উদ্দিন ভূইয়া মানিক, মজিদপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ সূত্র ধর, কাকিয়াখালী রাধামাধব মন্দির পূজা মন্ডব কমিটির সভাপতি নেপাল চন্দ্র দাশ, মজিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিলু মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাসেম মিয়া, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.জালাল সরকার, মজিদপুর ইউনিয়ন যুব দলের সভাপতি মো.কবির হোসেন, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. বাবুল ভূইয়া, মজিদপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. দরপন মিয়া, ৬নং ওয়ার্ড যুব দলের সভাপতি মো. জুয়েল রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মেসেঞ্জার/সাগর/তারেক