ঢাকা,  সোমবার
১১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ১১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ছবি : মেসেঞ্জার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১১ অক্টোবর) ভোর চারটার দিকে আলমডাঙ্গা কুমারী গ্রাম থেকে এই পিস্তল উদ্ধার করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গার কুমারী গ্রামে অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা। এসময় একটি বিদেশি রিভলবার, একটি অনিবন্ধিত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। 

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া পিস্তল, মোটরসাইকেল ও মোবাইল ফোন আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/লিটন/তারেক