ঢাকা,  শনিবার
০৯ নভেম্বর ২০২৪

The Daily Messenger

আত্রাইয়ে ২০০পিস এ্যাম্পুলসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৩, ১২ অক্টোবর ২০২৪

আত্রাইয়ে ২০০পিস এ্যাম্পুলসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

ছবি: মেসেঞ্জার

নওগাঁর আত্রাই থানাপুলিশের বিশেষ অভিযানে ২০০পিস এ্যাম্পুলসহ দুই মাদক কারবারী আটক। এঘটনায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন জানান, উপজেলার আহসানগঞ্জ স্কুলের সামনে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসলাম ওরফে আপন (৩০) ও চম্পা খাতুন (৪০) কে আটক করা হয়।

আটককালে তাদের নিকট থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ২০০পিস এ্যাম্পুল (ইনজেকশন) উদ্ধার করা হয়। আটক আসলাম হোসেন আত্রাই উপজেলার বজ্রপুর গ্রামের আলাবক্সের ছেলে এবং চম্পা খাতুন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (১১ অক্টোবর) আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
 

মেসেঞ্জার/নাহিদ/আজিজ