ছবি: মেসেঞ্জার
টাঙ্গাইলে শারদীয় দূর্গোৎসবে আজ দেবী দূর্গার মহানবমী ও দশমী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে মহানবমী পূজা শেষে দশমী তিথি আরম্ভ হয়ে যাওয়ায় আজই দশমী পূজা সম্পন্ন হয়। অনেক মন্ডপে গতকালই নবমী পুজা অনুষ্ঠিত হয়। অবার অনেক মন্ডপে আজ সকাল ৬টা ১২ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিতপূজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৮টা ২৬ মিনিটের মধ্যে দেবীদুর্গার দশমী বিহিতপূজা ও দর্পণ বিসর্জন করা হয়।
পূজাচ্চর্নায় অংশ নিতে ভক্তরা ভোরেই মন্ডপে আসেন। বিশ্ব শান্তি কামনায় ভক্তরা দেবী দূর্গার চরনে পুষ্পাঞ্জলি প্রদান করেন। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আগামীকাল প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব।
মেসেঞ্জার/মোস্তফা/আজিজ







