ঢাকা,  শনিবার
০৯ নভেম্বর ২০২৪

The Daily Messenger

শিবচরে একাধিক পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৩, ১২ অক্টোবর ২০২৪

শিবচরে একাধিক পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা

ছবি : মেসেঞ্জার

মাদারীপুর জেলার শিবচরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে শিবচর উপজেলা বিএনপির সাবেক আহব্বায় কামাল জামান মোল্লা নুরুদ্দিন। শনিবার(১২ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার একাধিক মন্ডপ পরিদর্শন করেন তিনি।

জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত ও শুভেচ্ছা বার্তা পৌছে দিতে শিবচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন কামাল জামান নুরুদ্দিন মোল্লা।

সন্ধ্যায় পৌরসভার সার্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে হিন্দু ধর্মাবল্বীদের সাথে এক মত বিনিময় সভায় যোগ দেন তিনি। পরে পৌরসভার খলিফাপট্টি কালীবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় আর্থিক অনুদানও দেন।

এসময় শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনসহ সার্বিক শৃঙ্খলার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন,'আমার নেতা তারেক রহমানের নির্দেশে সারাদেশে পূজামন্ডপে কোন বিশৃঙ্খলা হয়নি। আমরা বিএনপি পরিবার প্রত্যেকটি মন্ডপে গিয়ে স্বেচ্ছাসেবক হয়ে পাহাড়া দিচ্ছি। এটা আমাদের দলে নির্দেশ।'

তিনি আরও বলেন,'সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই। আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।'

এসময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা, শিবচর পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী খোকন, সাইদুল ইসলাম সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সহ সম্পাদক মো.মনিরুজ্জামান মনির, নূর ই আলম, আরিফ শিকদার সহ অন্যরা।

মেসেঞ্জার/ইমতিয়াজ/তারেক