ঢাকা,  রোববার
১০ নভেম্বর ২০২৪

The Daily Messenger

কাপ্তাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

কাপ্তাই প্রতিনিধি

প্রকাশিত: ২১:২১, ১৩ অক্টোবর ২০২৪

কাপ্তাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

ছবি : মেসেঞ্জার

রাঙ্গামাটি কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে বিভিন্ন পূজামণ্ডপ থেকে বর্ণাঢ্য নৌ র‍্যালির মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে কড়া নিরাপত্তায় ভাবে প্রতিমা বিসর্জন দিতে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। রবিবার (১৩ অক্টোবর) দুপুর ৩টায় ট্রাক ও ভ্যানে করে চন্দ্রঘোনা ফেরির ঘাঠে প্রতিমা নিয়ে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। এসময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখা যায়।

এছাড়া প্রতিমা বিসর্জনের সময় কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার জন্য ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলও উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে ৫টায় কাপ্তাইয়ের ৮টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হয়। এসময় হাজার হাজার ভক্তের জয়ধ্বনি, ঢাক ঢোলের প্রতিধ্বনিতে কর্ণফুলী নদীর দু’পাশ মুখরিত হয়ে উঠে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে এই বছরের বিজয়া নৌ র‍্যালীর ২৫বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিরা।

এসময় বাংলাদেশের প্রখ্যাত ঢোল বাদক শিবু জলদাসের ঢোলের মাধ্যমে রজতজয়ন্তী অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এসময় তিনি বলেন, এদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সকল সম্প্রদায়ের মানুষ পরস্পরের সাথে তাদের উৎসব পার্বন এক সাথে ভাগ করে নেয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও কাপ্তাই উপজেলার সাবেক ইউএনও বাবলু কুমার সাহার সভাপতিত্বে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত ও সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিতের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক), সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি)  স্বরূপ মুহুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম, কাপ্তাই থানার ওসি মো. মাসুদ, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমতুল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, রাঙ্গামাটি জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অরুপ মুৎসুদ্দি।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু। অনুষ্ঠানে সন্ধ্যা অবধি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান এবং নৃত্য পরিবেশন করেন।

মেসেঞ্জার/রিপন/তারেক