ঢাকা,  রোববার
০৬ জুলাই ২০২৫

The Daily Messenger

সাতক্ষীরা সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ১৩ অক্টোবর ২০২৪

সাতক্ষীরা সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক আটক

ছবি : মেসেঞ্জার

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারকালে শ্রী অজয় মন্ডল (২২) নামে ১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (১২ অক্টোবর) জেলার সদর থানার কালিয়ানী নামক জায়গা থেকে তাকে আটক করা হয়।

আটক অজয় মন্ডল সাতক্ষীরার আশাশুনি থানার তালবাড়িয়া গ্রামের শ্রী বিজন মন্ডলের ছেলে। রোববার (১৩ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কালিয়ানি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের কালিয়ানী নামক স্থান দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারাপার হবে।

এমন সংবাদের ভিত্তিতে কালিয়ানি বিওপির নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ১জন ব্যক্তিকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে ১টি সীম (নম্বর-০১৭৬০-৬০২৭৪২) ও ১টি মোবাইল সেট জব্দ করে।

আটককৃত ব্যক্তির আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং পারাপার চক্রের ১ জনকে পলাতক আসামী করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মেসেঞ্জার/আসাদ্দুজামান/তারেক