ঢাকা,  রোববার
০১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বিলাইছড়িতে তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভা

বিলাইছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ২৯ অক্টোবর ২০২৪

বিলাইছড়িতে তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভা

ছবি : মেসেঞ্জার

মঙ্গলবার (২৯ অক্টোবর) শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্য়ক্রম” শীর্ষক প্রকল্পের আওতায়, বিলাইছড়ি  ইউনিয়ন পরিষদ হলরুমে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কাপ্তাই তথ্য অফিস এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। মতবিনিময় সভায় বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, শিশুর প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকে। একটা শিশুর মানসিক বিকাশ যখন থেকে শুরু হয় তখন তার ব্রেইনটা কাদা মাটির মত। তাই কাদা মাটিকে আপনি যেভাবে গড়তে চাইবেন ঠিক সেভাবে আকৃতি দিতে পারবেন।

এইজন্য পরিবারে যখন বাবা-মা ঝগড়া করে, বা বাবা মায়ের উপর হাত তুলছে সেটা দেখে শিশু অটোমেটিকেলি নারীর প্রতি সহিংসতার বিষয়টি মাথায় ঢুকিয়ে নিচ্ছে। এবং সে যখন বড় হয় তার মধ্যে এই প্রভাবটা পরে। তাই আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে সেই বিষয়টার উপর সচেতনতা বৃদ্ধি করা। এই জন্য সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে যাতে করে শিশু বা নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যায়।

মেসেঞ্জার/অসীম/তারেক