ছবি : মেসেঞ্জার
বগুড়া- ১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) অসীম কুমারকে গ্রেপ্তার করছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার আসামি।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার আসামি অসীম কুমার। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য খুুঁজছিল। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ফুলছড়ির বালাসীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গাইবান্ধা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গ্রেপ্তার অসীম কুমার পাঁচ মামলার পলাতক আসামি। বগুড়া পুলিশ তথ্যপ্রযুক্তি সহায়তায় তার অবস্থান অবগত করলে গাইবান্ধা সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে সদর থানায় আছেন। আসামিকে বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামিলুর রহমান, গ্রেপ্তারকৃত অসীম কুমারের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
মেসেঞ্জার/আলমগীর/তারেক