ছবি: মেসেঞ্জার
শেখ হাসিনার দল আওয়ামী লীগ দেশে সন্ত্রাস তৈরি করে আর জামায়াতে ইসলামী দেশে ইসলাম ও সম্প্রীতি কায়েম করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা বদরুল হক।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় কর্ণফুলীতে সংগঠনের চরলক্ষ্যা ইউনিয়ন শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বদরুল হক বলেন, “শেখ হাসিনা নাকি চট করে দেশে ঢুকে পড়বেন। দেশে ফিরে তিনি কী করবেন? আগের মতো আবারও কি আলেম ওলামাসহ বিরোধী দল ও মতের কর্মীদের হত্যা করবেন?”
ভারত সরকারকে উদ্দেশ্য করে বদরুল হক বলেন, “অর্থপাচারকারী, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র ধ্বংসকারী খুনী শেখ হাসিনা ও তার সঙ্গীদের দেশ থেকে আপনারা তাড়িয়ে দিন। তাদের তাড়িয়ে না দিলে আমরা মনে করবো আপনারা সন্ত্রাসের মদদ দিচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে দেশের মানুষ অবস্থান নেবে।”
জামায়াতে ইসলামীর কর্ণফুলী উপজেলা শাখার আমীর নুরুল আবছার বলেন, “ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। তাদের নেতৃত্বে দেশে নির্বিচারে হত্যাকাণ্ড হয়েছে। শাপলা চত্ত্বরসহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।”
আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার দাবি রেখে তিনি বলেন, “কেউ আওয়ামী লীগের জন্য মায়াকান্না করলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে।”
জামায়াতে ইসলামী চরলক্ষ্যা ইউনিয়ন শাখার সভাপতি নুরুল আক্কাছের সভাপতিত্বে এবং সেক্রেটারি সৈয়দ আহমেদের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আনোয়ারার আমীর অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সেক্রেটারি মো. ইসমাইল হক্কানি। এছাড়া বক্তব্য রাখেন জামায়াতের কর্ণফুলী উপজেলার সেক্রেটারি নুরুউদ্দিন জাহাঙ্গীর, মাওলানা মমিনুল হক, প্রফেসর নজরুল ইসলাম, অ্যাডভোকেট হারুনুর রশিদ, আব্দুর রহমান, নুরুল আমিন মিন্টু প্রমুখ।
মেসেঞ্জার/ফামিমা