ঢাকা,  মঙ্গলবার
১০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

“বিএনপি সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি চায়”

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ২ নভেম্বর ২০২৪

“বিএনপি সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি চায়”

ছবি: মেসেঞ্জার

চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী বলেছেন, গত ১৫ বছর শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার সকল ধর্মের মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছিল। সংখ্যালঘু আর সংখ্যাগুরু নামক দুটি শব্দের মাধ্যমে আমাদের মাঝে বিভক্তির সৃষ্টি করেছিল। কিন্তু বিএনপি এই বিভক্তির রাজনীতি করেনা। বিএনপি চায়, সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যপূণ সম্পর্ক।

শুক্রবার (১ নভেম্বর) উত্তর সাতকানিয়া পুরানগড় ১নং ওয়ার্ড শিলঘাটা গ্রাম বিএনপির উদ্যোগে আয়োজিত মুসলিম-হিন্দু-বৌদ্ধ ধর্মের যৌথ সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

শফিকুল ইসলাম রাহী বলেন, বিএনপি সকল ধর্ম ও বর্ণের জনগোষ্ঠীকে একসাথে নিয়ে কাজ করতে চায়। বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

তিনি বলেন, এদেশের মানুষ ১৯৭১ সালে সহস্র প্রাণের বিনিময়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীন করেছিলো। কিন্তু গত ১৫ বছরে আওয়ামী লীগ সেই স্বাধীনতাকে কবর দিয়েছে৷ ২০২৪ এর এই বিপ্লবের মধ্য দিয়ে সেই চেতনাকে আবার প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে। আসুন, আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি, জবাবদিহিতা নিশ্চিত করি, মানুষের অধিকারগুলোকে রক্ষা করি।

অনুষ্ঠানে নিদর্শন বডুয়া নিপুনের সভাপতিত্বে ও কাজল দে এর পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুরানগড় ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন সওদাগর, দেলোয়ার হোসেন মনি, হাজী মনির আহমদ, সিদ্বার্থ বড়ুয়া, জয়সেন বড়ুয়া, সোনা মিয়া, নুর মোহাম্মদ মেম্বার, মুজিবুল হক খোকা মেম্বার, মোজাম্মেল হক, নুরুল ইসলাম, আব্দুল খালেক, সুজিত দে, আবদুল মালেক, মানব প্রিয় বড়ুয়া, যুবদলের যুগ্ম আহবায়ক আজিজ সিকদার, স্বেচ্ছাসেবক দল সভাপতি ফৌজুল কবির রুবেল, সাধারণ সম্পাদক ওবাইদুল আরাফাত, ছাত্রদল নেতা মানিক প্রমুখ।

মেসেঞ্জার/তারেকুল/ফামিমা