ঢাকা,  মঙ্গলবার
১০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ঠাকুরগাঁওয়ে স্টার মডেল স্কুলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষার্থীদের

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৮, ২ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে স্টার মডেল স্কুলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষার্থীদের

ছবি : মেসেঞ্জার

বিদ্যালয় মাঠের টেবিলে সাজানো হয়েছে পবিত্র কোরআন। তারপরে শিক্ষার্থীরা বসে টানা কয়েক ঘন্টা তেলাওয়াত। শিক্ষার্থীদের তেলাওয়াতে কোরআন সবকের মধ্য দিয়ে উদযাপন করলেন প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার (২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়। বিদ্যালয়টির ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৯১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআন সবক দেওয়া হয়। 

বিভিন্ন সাজে ও নানান রকম আয়োজনে বিদ্যালয় গুলোতে বর্ষপূর্তি উদযাপন করা হয়। তবে স্টার মডেল স্কুলের এমন মনোমুগ্ধকর আয়োজনে আলাদা এক অনুভূতির কথা জানান শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা।

বিদ্যালয়টির ৮ম শ্রেণির শিক্ষার্থী মুনতাসির জাহান মিম বলেন, আমাদের বিদ্যালয়ে একাডেমি শিক্ষার পাশাপাশি কোরআন শেখানো হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সহপাঠী ও ছোট ভাই বোনেরা মিলে কোরআন সবকের মাধ্যমে দিনটি উদযাপন করলাম।

আরেক শিক্ষার্থী তাহসিন তাহিয়া রিদি বলে, আজকের দিনটি মনে রাখার মতন৷ আমরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে সকলে মিলে কোরআন তেলাওয়াত করতে পেরে খুশি। 

বিদ্যালয়টির পরিচালক রেজাউল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানে একাডেমি পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞান চর্চা করা হয়। সকল ধর্মের শিক্ষার্থীদের ধর্মীয়গ্রন্থ পড়াশোনা করা হয়। এরই অংশ হিসেবে ৯১ জন শিক্ষার্থী আজ কোরআন তেলাওয়াত করেছে। আগামীতে আরো বড় পরিসরে এমন আয়োজনের চিন্তা করেছি।

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মকিম উদ্দীন খুরশিদ বলেন, পাশ্চাত্যের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমাদের সোনামনিরা দিবস উদযাপন করতো। আজকের এমন মনোমুগ্ধকর আয়োজন মন কেড়ে নিয়েছি। আগামীতে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় জ্ঞান চর্চা হবে এতটুকু প্রত্যাশা।

বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোরআন সবক দেখে হৃদয়ে স্পন্দনের সৃষ্টি হয়েছে। তাদের চিন্তা-চেতনা ও তেলাওয়াত সবার মনে আলাদা জায়গা করে নিয়েছে। এ প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয়টির সভাপতি এ্যাড. সৈয়দ আলম বলেন, বিদ্যালয়টির শুরু থেকে নৈতিক শিক্ষার চর্চা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি৷ আমরা চেষ্টা করে যাচ্ছি একজন শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ার জন্য। ভালো মানুষ হবার জন্য ধর্মীয় জ্ঞানের বিকল্প নেই। সে কারনে এমন আয়োজনের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে।

মেসেঞ্জার/আরিফ/তারেক