ঢাকা,  মঙ্গলবার
১০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শ্রীমঙ্গলে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫১, ২ নভেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

ছবি : মেসেঞ্জার

'সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসুচির মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সুচনা হয়।

পরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো. আমিরুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিরুল ইসলাম।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন সমবায় সমিতির আব্দুস শহীদ, গোলাম মোস্তফা, সালেহা বেগম, সবুজ আলম প্রমুখ।

মেসেঞ্জার/কাজল/তারেক