ঢাকা,  মঙ্গলবার
২৪ জুন ২০২৫

The Daily Messenger

কাপ্তাইয়ে মিশন এলাকায় অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ৪ নভেম্বর ২০২৪

কাপ্তাইয়ে মিশন এলাকায় অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

ছবি: মেসেঞ্জার

শত শত ভক্তের উপস্থিতিতে মঙ্গল আরতি দর্শন গুরু পূজা,গিরিগোবর্ধন পূজা,গৌড়ীয় ভজন কীর্তন, আলোচনা এবং মহা প্রসাদ বিতরনের মাধ্যমে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার মিশন এলাকায় শ্রী শ্রী গৌর নিতাই নামহট্র ভক্তবৃন্দের আয়োজনে সোমবার ( ৪ নভেম্বর) সকাল হতে বিকেল পর্যন্ত  মন্দির প্রাঙ্গনে  অনুষ্ঠিত হলো অন্নকূট মহোৎসব।

এই উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯ টা হতে ১২ টা পর্যন্ত  সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় গৌড়িয় ভজন অনুষ্ঠিত হয়। গৌড়িয় ভজন শেষে ভোগ আরতি অনুষ্ঠিত হয়। সবশেষে নামহট্রের পরিচালক রামানন্দ গোবিন্দ দাস এর সভাপতিত্বে  

স্বাগত বক্তব্য রাখেন, মিশন এলাকা শ্রীশ্রী গৌর নিতাই নাম হট্র সংঘের সভাপতি শ্রীমান পালক মাধব দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্নকূটের মাহাত্ম্য আলোচনা করেন পুন্ডরিক ধামের সেবক এবং নামহট্র সংঘের সহকারী পরিচালক  শ্রীপাদ লীলাবন্ধন কেশব দাস।

মেসেঞ্জার/রিপন/ফামিমা