ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় জমিজমা নিয়ে বিরোধে কৃষককে হত্যা

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ২০:২৮, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:২৮, ৫ নভেম্বর ২০২৪

বগুড়ায় জমিজমা নিয়ে বিরোধে কৃষককে হত্যা

ছবি : সংগৃহীত

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সকালে গাবতলীর  দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মুকুল মন্ডল। তিনি ওই গ্রামের আব্দুল বাছেদ মন্ডলের ছেলে। এছাড়াও নিহতের মা, বাবা, ভাই সহ ৪জন গুরুতর আহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিক ইকবাল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, মুকুল মন্ডলের সাথে দীর্ঘ ধরে একই গ্রামের আনোয়ারুল ইসলাম মাষ্টারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল ৮টায় দেশিয় বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ করেই আনোয়ারুল ইসলাম, তার ভাই ভাতিজা সহ ৬/৭ জনের একদল লোক মুকুল মন্ডলের বাড়িতে গিয়ে হামলা চালায়।

এসময় মুকুল মন্ডল, তার বাবা আব্দুল বাছেদ অফিস মন্ডল, ভাই আব্দুল মোমিন মন্ডল ও মা সহ ৪ জনকে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। গ্রামবাসী আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মুকুল মন্ডলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

মেসেঞ্জার/আলমগীর/তারেক