ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৩৩, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:৩৪, ৫ নভেম্বর ২০২৪

হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে পায়েল মনি নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন তারা।

পায়েল উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব গুমানমর্দন বখতিয়ার মাঝির বাড়ির মোহাম্মদ রুবেল হোসেনের স্ত্রী।

পায়েলের শ্বশুর আবুল কালাম জানান, ২০২৩ সালের ৯ জানুয়ারি পারিবারিকভাবে পায়েল ও রুবেলের বিয়ে হয়। পায়েলের বাড়ি মেখল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। পায়েল মোবাইল ফোনের মাধ্যমে কোন এক পুরুষের সাথে কথা বলতো। এ নিয়ে বেশ কিছুদিন আগে একবার পারিবারিকভাবে বৈঠকের মাধ্যমে সমাধান হয়। পরবর্তীতে গত দেড় মাস আগে তার ছেলে পুনরায় বিদেশ চলে গেলে সে আবার কথা বলা শুরু করে। সোমবার তার ছেলের নির্দেশে পায়েলের কাছ থেকে মোবাইলটি নিয়ে নেওয়া হয়। পরে পায়েলকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। 

পায়েলের বাবা বাঁচা মিয়া বলেন, আমাদের দুই পরিবারের সম্পর্ক খুবই ভাল ছিল। তবে পায়েলের শাশুড়ি তাকে বিভিন্ন সময় জ্বালাতন করতেন। তবে কী কারনে পায়েল এমনটা করলো আমরা বুঝতে পারছি না।

হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যার দিকে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর আসল সত্য উঠে আসবে। 

মেসেঞ্জার/সুমন/এসকে/ইএইচএম