ঢাকা,  মঙ্গলবার
০৮ জুলাই ২০২৫

The Daily Messenger

বরিশালে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন

বরিশাল ব্যুরাে

প্রকাশিত: ১৪:০৬, ৬ নভেম্বর ২০২৪

বরিশালে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন

ছবি : মেসেঞ্জার

বরিশালে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় ‘দেশ গঠনে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক নাগরিক আকাঙ্কা অনুষ্ঠিত হয়েছে। হোটেল গ্র্যান্ড পার্কে ইউএসএআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টার‌ন্যাশনালের আয়োজনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগের উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনিরা আক্তার, সরকারি ব্রজমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, সেন্টার ফর ক্লাইমেট রিসার্চ অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্টের প্রতিষ্ঠাতা নাহিন রেজওয়ান, লিঙ্গ সমতা ভিত্তিক প্রতিষ্ঠান সহচরীর প্রতিষ্ঠাতা ফারজানা ফেরদৌস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মলীর সদস্য শুভঙ্কর চক্রবর্তী, বরিশাল ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আওলাদ খান, স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ সোসাইটির প্রতিষ্ঠাতা তাহসিন উদ্দিন, উদ্যোক্তা উন্নয়ন সংগঠন মানবী’র প্রতিষ্ঠাকালীন সদস্য সাবিহা রহমান রূপন্তী।

 

মেসেঞ্জার/সাঈদ/দিশা