ঢাকা,  মঙ্গলবার
১০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

হাটহাজারীতে কিশোর গ্যাং, ইভটিজিংও মাদকবিরোধী সভা

হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১১:২৫, ৯ নভেম্বর ২০২৪

হাটহাজারীতে কিশোর গ্যাং, ইভটিজিংও মাদকবিরোধী সভা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরস্ত কামাল পাড়া যুব সংঘের কিশোর গ্যাং, ইভটিজিংও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কামাল যুবসংঘ ও এলাকায় আয়েজনে অত্র সংগঠনের হলরুমে সাইফ মোর্শেদ ও মো. রায়হানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ওসমান গনি। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও ব্যাংকার এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাচারী বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও সমাজ প্রধান মফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. ইউছুপ, হেফাজত ইসলামের হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান শিকদার, হাটহাজারী মডেল থানার এসআই ইমরান, মো. জাহাঙ্গীর আলম, উজ্জ্বল সেন, মো. জসিম উদ্দীন, মো. নাছির উদ্দিন প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং,কিশোর গ্যাং বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। প্রতিটি এলাকায় অভিভাবকরা সন্ধ্যার পর আপনার সন্তানকে বাইরে বের হতে দেবেন না।

মেসেঞ্জার/সুমন/এসকে/ইএইচএম