ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সাতকানিয়ায় পাথর বোঝাই ট্রাক চাপায় কিশোরের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১২:২৭, ৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:৪৩, ৯ নভেম্বর ২০২৪

সাতকানিয়ায় পাথর বোঝাই ট্রাক চাপায় কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় পাথর বোঝাই ট্রাক চাপায় তানিম হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনি বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।

নিহত তানিম হোসেন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড কানুরমার বাড়ির কোরবান আলীর ছেলে।আটককৃত ট্রাক চালক আলমগীর ফেনী সদরের কুরুচিয়ার মৃত ইসমাইলের পুত্র । 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জণ চাকমা বলেন, তানিম নামে এক কিশোরের সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে পাথর বোঝাই একটি ট্রাক থাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমরা ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছি এবং ট্রাকটি জব্দ করেছি। 

মেসেঞ্জার/তারেক/এসকে/ইএইচএম