ছবি: মেসেঞ্জার
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প জানায়, শনিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৩ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম অভিযান চালায় দর্শনা থানার রাঙ্গিয়ার পোতা গ্রামে।
এ সময় ওই গ্রামের মোহাম্মদ রমজানের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত ফেন্সিডিল দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় এ ধরনের মাদক বিরোধী যৌথ অভিযান অব্যাহত থাকবে।
মেসেঞ্জার/ফামিমা