ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

‘দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং দেশে সরকার প্রতিষ্ঠা করাই লক্ষ্য’

ফরিদপুর প্রতিনিধি  

প্রকাশিত: ২১:১২, ৯ নভেম্বর ২০২৪

‘দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং দেশে সরকার প্রতিষ্ঠা করাই লক্ষ্য’

ছবি : মেসেঞ্জার

দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি সেটা একটাই লক্ষ্য, তা হলো, দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং দেশে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা করা। একমাসের আন্দোলন সংগ্রামে কোন স্বৈরাচারী সরকারের পতন করা যায় না। দীর্ঘদিনের আন্দোলনের ফসল এটি।

শনিবার (৯ নভেম্বর) বিকালে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর বিভাগীয় জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সভা অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এসব কথা বলেন। বর্তমান সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, দ্রুত সংস্কার করে একটি রোড ম্যাড দিয়ে নির্বাচনের সময় নির্ধারণ করতে।

জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, যুগ্ন আহবায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ যুব উলামা দলের নেতৃবৃন্দ।

এসময় রাজবাড়ী, শরিয়তপুর, মাদারিপুর, গোপালগঞ্জ এর নেতাকর্মীরা উপস্থিত ছিল।

মেসেঞ্জার/নাজিম/তারেক