ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না : সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ৯ নভেম্বর ২০২৪

ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না : সালাউদ্দিন টুকু

ছবি : মেসেঞ্জার

বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশ কিভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় এ ব্যাপারে বিএনপি নেতা কর্মীরা ভালোভাবে বুঝে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

আর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমান লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। কাজেই দেশ কিভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় তা বিএনপি জানে। ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল থানা সংলগ্ন খেলার মাঠে (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত দেশের মানুষ আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিল। কিন্তু তারা সে সুযোগ কাজে লাগাতে পারেনি। দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, গণতন্ত্র হরণ করা হয়েছিল। ত্রিশ হাজার রাজনৈতিক নেতাকর্মী হত্যার শিকার হয়েছিল।

কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির এর সভাপতিত্বে গণ সমাবেশে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সাঈদ সোহরাব, জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

মেসেঞ্জার/মোস্তফা/তারেক