ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

দলিত পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৪৪, ৯ নভেম্বর ২০২৪

দলিত পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) সাতক্ষীরা জেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বেলা ১২টায় ম্যানগ্রোভ সভা কক্ষে গৌরপদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরার জজকোর্টের আইনজীবী আল মাহমুদ পলাশ, রফিকুল ইসলাম, ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।

পরিত্রাণের আয়োজনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে গৌরপদ দাসকে সভাপতি, যোসেফ সরকারকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দলিত পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, পরিত্রাণের প্রতিনিধি রবিউল ইসলাম।

বক্তারা বলেন, আপনাদের অধিকার আছে। সেগুলো আপনাদের আদায় করে নিতে হবে। নিজেদের অধিকার নিজেদেরই আদায় করতে হবে। আর সে জন্য কথা বলতে হবে, দাবি তুলতে হবে। আপনি পিছিয়ে আছেন বলে আপনার সন্তান পিছিয়ে থাকবে এটি হতে পারে না। সুতরাং সকলকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে।

মেসেঞ্জার/আসাদ্দুজামান/তারেক