ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রাজশাহীতে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৭:৫৫, ১৩ নভেম্বর ২০২৪

রাজশাহীতে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণকারী মো. বাপ্পি চৌধুরী রনিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানায়, (৫ আগস্ট) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে মো. বাপ্পি চৌধুরী রনি।

ঐ দিন কিছুক্ষণ পর আওয়ামী লীগ সরকারের পতন হলে রনি পালিয়ে যায়। সে নগরীর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বাড়ি নগরীর ভেড়িপাড়ায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় দায়েরকৃত পৃথক মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১২শ’ নেতাকর্মীরসাথে যুবলীগ নেতা রনিকেও আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, ঢাকায় গ্রেপ্তার যুবলীগ নেতা মো. বাপ্পী চৌধুরী রনিকে রাজশাহীতে আনা হচ্ছে। তাকে রাজশাহী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তারেক