ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ফটিকছড়িতে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৮:১৮, ১৩ নভেম্বর ২০২৪

ফটিকছড়িতে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রয়াত ড. এফ দীপংকর মহাথেরো ধূতাঙ্গ ভান্তের দেহ পেটিকাবদ্ধ, সংঘদান, অষ্টপরিস্কার দান, পঞ্চশীল প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় পেটিকা বরণ এবং মঙ্গলাচরণ করে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে দক্ষিণ ধর্মপুরে ফরাঙ্গীরখিল গৌতমমুনি বিহারে বুদ্ধানন্দ ভিক্ষু অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সুগতপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভদন্ত সুমনাতিষ্য মহাস্থবির, প্রধান ধর্মদেশক ছিলেন ড. ধর্মকীর্তি মহাস্থবির, মুখ্য আলোচক ছিলেন ভদন্ত শান্তরক্ষিত মহাস্থবির। বিশেষ ধর্মদেশক ছিলেন ধর্মরত্ন থেরো, জ্যোতি শাক্য স্থবির, শান্তি জ্যোতি থের। বিশেষ অতিথি ছিলেন বীনয় শ্রী স্থবির, বৌদ্ধ জ্ঞান ভিক্ষু, দীপ বংশ স্থবির, সুমনালংকার লিক্ষু, উত্তর আনন্দ ভিক্ষু, মৈত্রী পাল ভিক্ষু, অভায়নন্দ ভিক্ষু, আদিপ্রিয় ভিক্ষু। এছাড়াও উপস্থিত ছিলেন অন্তেষ্টিক্রিয়ার সভাপতি শিক্ষক দুলাল কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক সাগর বড়ুয়াসহ অন্যান্যরা। 

মেসেঞ্জার/কামরুল/এসকে/ইএইচএম