ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পাইকগাছায় "বাংলাদেশ সাইক্লোন রিসাইলিয়েন্স ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট" প্রকল্পের কর্মশালা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৬, ১৩ নভেম্বর ২০২৪

পাইকগাছায়

ছবি : মেসেঞ্জার

খুলনার পাইকগাছায় "বাংলাদেশ সাইক্লোন রিসাইলিয়েন্স ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট" এর সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক মো. আবু সাঈদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি কর্তৃক আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন, ব্র্যাকের আরএম সুমিত কুমার বসু, জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, ফিল্ড কোঅর্ডিনেটর জিএম মইনুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক মো. মাহবুব উল আলম, উপজেলা সমন্বয়ক নিয়াজ মোর্শেদ চৌধুরী, মনিটরিং ডেপুটি ম্যানেজার আজহারি মুকুল, ইউপি সদস্য নাসিমা বেগম, শেখর কুমার ঢালী, রামচন্দ্র টিকাদার, বদিয়ার হোসেন, বিনতা সরকার, মো. আব্দুল সাত্তার, তন্ময় মজুমদার, সুমিত বসু, আবু সাঈদ এবং অন্যান্য উপকারভোগীরা।

মেসেঞ্জার/সবুজ/তারেক