ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ফরিদপুরে কৃষকদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিতাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৫, ১৩ নভেম্বর ২০২৪

ফরিদপুরে কৃষকদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিতাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সালথা সদর বাজারে এ আনন্দ মিছিল বের করে বাবুলের সমর্থক বিএনপির একাংশ। মিছিল শেষে বাইপাস সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদের সভাপতিত্বে ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জামাল হোসেন মোল্লার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়া,  উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হুসাইন, যুবদল নেতা ইমরান নাজির, জহুরুল ইসলাম মিলন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল রানা, উপজলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত রাব্বি সহ আরো অনেকে।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।

মেসেঞ্জার/নাজিম/তারেক