ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না : ব্যারিস্টার রুমিন ফারহানা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ২৯ নভেম্বর ২০২৪

আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না : ব্যারিস্টার রুমিন ফারহানা

ছবি : মেসেঞ্জার

বিএনপির সহ-আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিস্কার বলেছেন এ সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা আশা করব, এই সরকার গণমানুষের দাবীর প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ সুষ্টু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবেন।

তিনি আরও বলেন, আমরা ষড়যন্ত্র দেখতে চাইনা, আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না, আমরা চাইনা এই সময় ব্যবহার করে কোন দুস্কৃতিকারী চক্র আবারো বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসুক।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে সরাইল অন্নদা খেলার মাঠে উপজেলা বিএনপির কর্মী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ জহিরুল হক খোকন জহির, সরাইল উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন উজ্জ্বল, উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাজিন, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমান মুন্সি, পাকশিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউছার আহমেদ প্রমুখ।

মেসেঞ্জার/রিমন/তুষার