ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৩, ৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:৩৪, ৯ ডিসেম্বর ২০২৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদের ছবিটি সোমবার দুপুরে তোলা - টিডিএম।

মুন্সিগঞ্জের গজারিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি জমি দখল করে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ভবেরচর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে প্রায় ৭ টি অবৈধ দোকানসহ বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. মামুন শরীফ এর নেতৃত্বে অভিযানে অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভূমি অফিস সংশ্লিষ্টরা।

টানা পাঁচ ঘন্টা অভিযান চলাকালে ভবেরচর বাজারে থাকা দুইটি দলীয় অফিসের মধ্যে ভেকু দিয়ে গুরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের অফিস। তবে ভাবেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের অনুরোধে বিএনপির পার্টি অফিস সাময়িকভাবে না ভেঙে আগামী দুইদিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

এছাড়া বাজারের সরকারি জায়গায় দখল করে অবৈধ স্থাপনা বসিয়ে দীর্ঘদিন যাবত যারা ব্যবসা করে আসছে তাদেরকেও নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মামুন শরীফ বলেন, সরকারি ভূমি আইন অনুযায়ী গজারিয়ার যেখানেই অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছি সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় ভবেরচর বাজারে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা রক্ষার্থে অভিযান চালানো হয়। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/শুভ/তুষার