ছবি: মেসেঞ্জার
রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত সবজি বিক্রেতা মেরাজুল হত্যাকান্ডের মামলায় রংপুরের গঙ্গাচড়ায় এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ( ৯ ডিসেম্বর) বিকেলে মর্ণেয়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে গঙ্গাচড়া থানা পুলিশ। জিল্লুর রহমান ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
রংপুর পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন জানান, জিল্লুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই রংপুর মহানগরীর সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতার্কমীদের গুলিতে নিহত সবজি বিক্রেতা জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভূক্ত আসামি। তাকে আমরা ইউনিয়ন পরিষদ থেকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাবাদ করা হচ্ছে। প্রয়োজন হলে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হবে।
মেসেঞ্জার/তুষার