ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে ৬ শতাধিক রোগীকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৫, ৯ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে ৬ শতাধিক রোগীকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে প্রায় ৬ শতাধিক রোগীকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। রোগীদের বিনামুল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ, চশমা দেয়া হয়। এছাড়াও অপারেশনের জন্য বাছাইকৃত রোগীদের মৌলভীবাজার বিএনএসবি  চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে।

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল বাতেন তালুকদার জানান, শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে আজ দিনব্যাপী আয়োজিত চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পেইনে মোট ৬০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

তিনি জানান, এরমধ্যে ১৫০ জনকে চশমা দেয়া হয়েছে। এছাড়াও বাকীদের বিনামুল্যে ওষুধ দেয়া হয়েছে। দিনব্যাপী চক্ষু ক্যাম্পে অপারেশনের জন্য ৮৭ জনকে বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে।

দিনব্যাপী আয়োজিত চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. ইফফাত জাহান তানিয়া, ডা. মিথিলা, ডা. আব্দুল মান্নান ও ডা. আব্দুল বাতেন তালুকদার।

শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর অর্থায়নে এবং প্রবীণ হিতৈষী সংঘ এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে।

মেসেঞ্জার/কাজল