ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ফটিকছড়িতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৪৮, ১০ ডিসেম্বর ২০২৪

ফটিকছড়িতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার পূর্ব-আজিমনগর এলাকায় নির্মাণাধীন দোতলা ভবন থেকে নিচে পড়ে মো. সেকান্দর (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাইজভান্ডার-দরবার শরীফ সড়কের পাশের একটি দোতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. সেকান্দর নানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিল্পপাড়া এলাকার মোহররম আলীর ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।

প্রত্যক্ষদর্শী জানান, তিনি দীর্ঘদিন ধরে এখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ওই স্থানে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক (ইএমও) সঞ্জয় দে বলেন, ‘বিকেলের দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত হওয়ায় পরে তাকে তাঁর পরিবারের লোকজন নিয়ে যান।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়টি আমাকে এখনো কেউ জানান নি। খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মেসেঞ্জার/কামরুল/তুষার