
ছবির ক্যাপশন: নৌযান শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধনের ছবিটি রবিবার দুপুরে তোলা - টিডিএম।
মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে অবৈধ চাঁদাবাজি, ডাকাতি ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা।
ভুক্তভোগী শ্রমিক ও নৌযান মালিকদের অভিযোগ, পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নৌ-পথে বেড়েছে অবৈধ চাঁদাবাজি, পণ্যবাহী নৌযানে লুটপাট ও ডাকাতিসহ শ্রমিক নির্যাতনের ঘটনা।
ফলে দ্রুত আইনগত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে, রবিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে প্রথমে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয়, ক্ষতিগ্রস্ত নৌ-যান মালিক, শ্রমিক ও কর্মচারীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রায়ই চাঁদার দাবিতে বিভিন্ন নৌযান অবরোধ করে শ্রমিকদের তুলে নিয়ে চালানো হচ্ছে অমানবিক নির্যাতন। প্রকাশ্যে নৌ-ডাকাত নয়ন, পিয়াস, রিপন, কিবরিয়া মিঝি ও জিন্নত মিয়াসহ আরো বেশ কয়েকজন এমন কর্মকাণ্ড চালালেও নীরব ভূমিকায় আইন-শৃঙ্খলা বাহিনী।
ফলে দ্রুত সময়ের মধ্যেই স্থায়ীভাবে নৌপথে অবৈধ চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়া হলে সারা বাংলাদেশের নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে হুঁশিয়ারি দেয়া হয় কর্মসূচি থেকে।
পরে একই দাবিতে টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন নৌযানের ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।
এ সময় বাংলাদেশ নৌ-যান ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের মুন্সিগঞ্জ জেলার সভাপতি তাইজুল ইসলাম বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নৌযান ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার, ড্রেজার মালিক সমিতির জেলা সভাপতি মো. ইউনুস আলীসহ নৌযান শ্রমিক সুজন, উজ্জ্বল, রিপন, নাদিম যাদু ও ফারুকসহ আরও অনেকে।
মেসেঞ্জার/শুভ/তুষার