ঢাকা,  মঙ্গলবার
১৮ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সাতক্ষীরায় দেড়শত কোটি টাকার মাদক বিনষ্ট করল বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৩, ১৯ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরায় দেড়শত কোটি টাকার মাদক বিনষ্ট করল বিজিবি

ছবি : মেসেঞ্জার

সাতক্ষীরায় জব্দকৃত এক কোটি সাতান্ন লক্ষ টাকার মাদক দ্রব্য বিনষ্ট করেছে বিজিবি। রবিবার (১৯ জানুয়ারি) সকালে সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান সদর দপ্তরে এসব মাদক বিনিষ্ট করা হয়।

বিনষ্ট মাদক দ্রব্যের মধ্যে সাড়ে ১৮ হাজার বোতল মদ, ১০০ কেজি হেরোইন, ৭ হাজার ১শত কেজি গাঁজা, ভারতীয় ইয়াবা ৩ লক্ষ ২৮ হাজার ৮৫৭ পিচ, ১শত কেজি এলএসডি, ২৪ বোতল ক্রিষ্টাল মেথ আইচ, সাড়ে ৪ কেজি ভারতীয় অনাগ্রা ট্যাবলেট, ৪০ হাজার ৯০৭ পিচ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ, আড়াই লক্ষ ভারতীয় ইনজেকশান, ভারতীয় পাতার বিড়ি ১৩ লক্ষ ৪৮ হাজার ৫৫৩ পিচ, ভারতীয় তামাকের গুড়া ২০ কেজি।

সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, বিজিবি সীমান্তে নিরাপর্তা ও আস্থার প্রতিক। দেশের ভূখন্ড রক্ষাসহ যেকোন ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা তৎপর রয়েছি। সীমান্তে মাদক ও চোরকারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে এবং  থাকবে বলে জানান বিজিব’র এ কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন, বিজিবি সহকারী পরিচালক মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা র‌্যাব-৬ সহকারী পুলিশ সুপার এস এম আরিফ রায়হান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদারসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

মেসেঞ্জার/আসাদুজ্জামান/তুষার