
ছবি : মেসেঞ্জার
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় উদ্যোগে তারুণ্যের উৎসবের কর্মসূচি উপলক্ষে হুইলচেয়ার, ক্ষুদ্রঋণের চেক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ২৪ জনের মাঝে ক্ষুদ্রঋণের ১১ লাখ টাকার চেক এবং প্রতিবন্ধী ৩ জনকে হুইলচেয়ার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খান। এসময় আরও উপস্থিত ছিলেন, বিআরডিবি কর্মকর্তা আব্দুর সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজুন্নেছা পান্না, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমনসহ অনেকে।
মেসেঞ্জার/সুমন/তুষার